সারাদেশ সংবাদ পোর্টাল

| রিপোর্টার: ইমন জামান| তারিখ: 7/2/2011 8:35:09 AM | পাঠক: 5142 |

নিশ্চিত মৃত্যুকে বুকে টেনে নিয়ে ঝরে পড়লো পাঁচটি পরিবারের সতেরটি তাজা প্রাণ। দারিদ্রতার অভিশাপ আর অজ্ঞতার কারণে প্রশাসনিক নির্দেশ উপেক্ষা করেই তারা রয়ে গিয়েছিল নগরীর বাটালি হিলে। ভেবেছিল পাহাড় ধস রুখতে দেয়া প্রতিরোধ দেয়াল তাদের রক্ষা করবে। কিন্তু শেষ রক্ষা হয়নি। গতকাল ভোরে মুষলধারে বৃষ্টির মধ্যে সেই দেয়ালের একাংশ ধসে পড়ে তাদের জীর্ণ কুঠিরগুলোর উপরে। ঘুমন্ত অবস্থায় মাটির সাথে মিশে যায় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, পুলিশ এবং পরবর্তীতে সেনাবাহিনী সকাল থেকে রাত পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে একে একে মাটি খুঁড়ে ১৫ জনের মৃত দেহ উদ্ধার করে। বিস্তারিত


 1